কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া।
বৃহস্পতিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা-তুজ-জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া আগামী রবিবার উক্ত পদে যোগদান করবেন।
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের মাহিনী গ্রামে ১৯৬২ সালে মো. রুহুল আমিন ভূঁইয়া জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ্ব সানু মিয়া ভূঁইয়ার ৭ ছেলের মধ্যে তিনি ৫ম।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন