টেকনাফে সদর ইউপি মহেশখালীয়া পাড়া এলাকায় এক বসত বাড়িতে অভিযান চালিয়ে ১টি দেশি তৈরি অস্ত্র ও কার্তুজসহ নুর নাহারকে আটক করেছে পুলিশ।সূত্রে জানা যায়, আজ টেকনাফ সদরের পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল শুক্কুরের স্ত্রী নুর নাহারকে (৩৫) অস্ত্র ও কার্তুজসহ আটক করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল শুক্কুরের বসতবাড়ি থেকে ১টি দেশীয় তৈরি অস্ত্র ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এসময় বাড়িতে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে নুর নাহারকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আব্দুল শুক্কুর কৌশলে পালিয়ে যায়। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে টেকনাফ সৈকত এলাকায় একটি মাদক পাচারকারী চক্র অবৈধ অস্ত্র ব্যবহারের মাধ্যমে ইয়াবা পাচার করে আসছিল। তাছাড়া ধৃত নারী ইয়াবা পাচারে অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছেন। ধৃত নারীকে আসামি ও তার স্বামী আব্দুশুক্কুরকে পলাতক আসামি করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার