নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বরিশালের ডা. পিয়াস রায়ের পরিবারকে সমবেদনাসহ আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাতে নগরীর বগুরা রোডের গফুর সড়কে পিয়াসের বাসায় গিয়ে তার শোকাহত মা পূর্না রানী ও বোন শুভ্রা রায়কে সমবেদনা জানান বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় নেপাল গিয়ে পিয়াসের মরদেহ আনা সহ আনুষাঙ্গিক খরচের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা মানবিক সহায়তা দেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক হাবিবুর রহমান।
হাসানাত আবদুল্লাহর সাথে এ সময় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন এবং জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গত ১২ মার্চ নেপালে বিমান দুর্ঘটনায় নিহত হয় বরিশালের ডা. পিয়াস রায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন