রাজবাড়ীতে ২০১৩ সালের সাংবাদিক রিমন হত্যার মূল হোতা ফরিদ সরদারকে (২৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফরিদ মিজানপুর ইউনিয়নের কালিনগর গ্রামের আমজাদ সরদারের ছেলে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন বলেন, ফরিদ ছিলেন আলোকচিত্রী শাহরিয়ার রিমন হত্যার মূল হোতা। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের জনৈক আমির হোসেনের বাড়ির সামনে আপর ৪-৫জনকে নিয়ে বৈঠক করছিল ফরিদ। গোপনে খবর পেয়ে ওই স্থানে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ ও ১০০পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ফরিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর