দিনাজপুরের বীরগঞ্জে ছাত্রলীগ নেতার খামার থেকে গরু লুট হয়েছে। বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. রোকনুজ্জামান বিপ্লবের খামার হতে ৪টি গরু লুট হয়েছে।
রবিবার দিবাগত গভীর রাতে বীরগঞ্জের সুজালপুর ইউপি’র দৌলতপুর গ্রামে ছাত্রলীগ নেতার খামার হতে এ গরু লুটের ঘটনা ঘটে।
বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. রোকনুজ্জামান বিপ্লব সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে ঝড়ে খামারের প্রাচীর ভেঙ্গে গেলে সাময়িকভাবে টিন দিয়ে ঘিরে রাখা হয়। রবিবার গভীর রাতে সেই টিনের বেড়া ভেঙ্গে পাহারাদারকে জিম্মি করে ৪টি গরু নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। গরুগুলির আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা হবে বলে তিনি জানান।
সুজালপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. নুরুল হক মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার