সাতক্ষীরা কলারোয়া উপজেলা থেকে এক মানসিক প্রতিবন্ধীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টার দিকে কলারোয়া উপজেলা সদরের তুলশীডাঙ্গাস্থ রইচ উদ্দীনের পরিত্যক্ত পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি এলাকায় ভিক্ষা করে জীবন চালাতেন।
কলারোয়া থানার পরিদর্শক (ওসি) জিয়াউর রহমান জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুকুর থেকে অজ্ঞাত পরিচয়হীন ২৯ বছরের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, গত দুই দিন আগে পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার