অবিলম্বে ২৬ টাকা কেজি দরে ধান ক্রয়ের জন্য ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী ক্রয় কেন্দ্র গড়ে তোলা ও রাইস মিলের কারণে পরিবেশ দূষণ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর।
সোমবার বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুরের উদ্যোগে ওই দাবিতে বিক্ষোভ মিছিল শেষে দিনাজপুরের সদর উপজেলার নির্বাহী অফিসার বরাবর স্মরকলিপি প্রদান করেন কৃষক সমিতি দিনাজপুর নেতৃবৃন্দ।
স্বারকলিপি প্রদানের আগে জেলা কৃষক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইন, আবুল কালাম আজাদ, ইকবাল হাসান সিদ্দিক, এস.এম চন্দন, ডা. নোকুন চন্দ্র রায় প্রমুখ।
জেলা কৃষক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল বলেন, সরকারি দরে ২৬ টাকা কেজিতে ধান ক্রয়ের জন্য ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী ক্রয় কেন্দ্র গড়ে তোলা ও উত্তর গোসাইপুর এবং বড়ইল গ্রামে রাইস মিলের কারণে পরিবেশ দূষণ বন্ধের দাবি জানানো হয়। সদরের উত্তর গোসাইপুর ও বড়ইল গ্রামের ৩০-৩৫টি রাইস মিল পরিবেশ দূষণ করছে। মিলের ছাই অনেকের চোখে ক্ষতি করছে, নলকুপের পানি দূষিত হয়ে গেছে। যা পান করা স্বাস্থ্য সম্মত নয়।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/এনায়েত করিম