টাঙ্গাইলের সখীপুরে বৈশাখী মেলায় জুয়া খেলার সময় চান মিয়া নামের যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।চান মিয়া উপজেলার ইছাদিঘী গ্রামের খোরশেদ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কাইলয়ান পাড়া এলাকায় তিনদিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। রবিবার দ্বিতীয় দিনের মতো মেলা চলাকালীন চুড়ি ঢিল খেলার নাম করে জুয়া খেলা শুরু হয়। সংবাদ পেয়ে মেলা বন্ধ করে খেলার আয়োজক চান মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মৌসুমী সরকার রাখী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া বলেন, মেলা বন্ধ করে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দেয়ার পর জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৮/ফারজানা