বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপির ৫ প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। জেলার তালোড়া পৌরসভার মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩ প্রার্থী।
সোমবার শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ওই ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
বগুড়ার ধুনট উপজেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামল গত ১৯ জানুয়ারি মারা যান। এরপর শূন্য পদে আগামী ১৫ মে নির্বাচন। এ পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার হোসেন, বিএনপির প্রার্থী সাবেক চেয়ারম্যান আতিকুল করিম আপেল, সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, ছাত্রদল নেতা আনোয়ারুল হক ইকবাল ও মোসাদ্দেক হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামী ১৯ এপ্রিল যাচাই-বাছাই, ২৬ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের দিন ধার্য রয়েছে। এছাড়া আগামী ২৭ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে নির্বাচনী প্রচরণার কার্যক্রম শুরু হবে। তবে প্রতীক বরাদ্দ না হলেও ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
বগুড়ার ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ বলেন, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে অংশ নিতে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিকে, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে তিনজন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালোড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল, বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল খন্দকার ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জনের মনোনয়নপত্র জমা দানের বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১৯ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ২৬ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৫ মে ভোট গ্রহণের কথা রয়েছে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৮/ফারজানা