ঠাকুরগাঁওয়ের ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রবিকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও অগ্নিসংযোগ করেছে শ্রমিকরা।
সোমবার রাত সাড়ে ৯টায় মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা।এ সময় রাস্তায় দু 'পাশে শতাধিক ট্রাক ও বিভিন্ন প্রকার যানবাহন আটকে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রনে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা করা হয়েছে।
জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুদ্দীন জানান, আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রবিকে হয়রানির জন্য পুলিশ তুলে নিয়ে গেছে। তার মুক্তির দাবিতে শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করেছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে তিনি হুশিয়ারি দেন।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, পুলিশের সাথে জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিকের যুগ্ম সাধারন সম্পাদক রবির বিকেলে বাকবিতণ্ডা হলে তাকে তুলে থানায় আনা হয়। সন্ধ্যায় শ্রমিক নেতারা রবিকে মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রনে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ তুলে নিতে শ্রমিকদের সাথে আলোচনা চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
বিডিপ্রতিদিন/ ই-জাহান