বরিশালের বানারীপাড়ার বিশারকান্দি খ্রিস্টান পল্লীতে পারুল রায় (৭০) নামের এক বৃদ্ধা হত্যা মামলায় একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে গত সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো ওই উপজেলার মরিচবুনিয়া গ্রামের খ্রিস্টান পল্লীর বাসিন্দা সুভাষ রায়, তার স্ত্রী রানী রায় এবং ছেলে পিন্টু রায়।
মামলার তদন্ত কর্মকর্তা লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নকিব আকরাম হোসেন জানান, গত ২৭ মার্চ পারুল রায়ের ছোট ছেলে রিচার্ড রিপন রায় বাড়ির সিমান্তে বিরোধীয় একটি নারিকেল গাছ থেকে ডাব পারেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা রিপনকে বেদম মারধর করে। পারুল বাঁধা দিলে তাকেও বেদম মারধর করে তারা। মারধরের পর থেকে পারুল স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। গত ১৫ এপ্রিল পারুল মারা যায়। ওই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত ঘটনাটি জেনে তাৎক্ষনিক থানা পুলিশকে জানান।
বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় ওই দিন বিকেলে পারুল রায়ের বড় ছেলে শিমোন রায় বাদী হয়ে গ্রেফতারকৃত ৩ জনসহ ৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ওই তিনজনকে গ্রেফতার করেন।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৮/হিমেল