ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগ সৈয়দ আতর আলী রোডে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। আজ মঙ্গলবার বিকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেলা হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, রুস্তম আলী, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর থানা সভাপতি আব্দুল কুদ্দুস খান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল ফকির, শ্রমীক লীগ সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৮/হিমেল