ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহিল বাকী জমিতে বৃক্ষ রোপন করতে গিয়ে উদ্ধারকৃত কালো রংয়ের মূল্যবান কষ্টিপাথর সরকারি ট্রেজারিতে হস্তান্তর করেছেন। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ট্রেজারারের কাছে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহিল বাকী এই কষ্টিপাথর তুলে দেন।
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা হিল বাকী জানান, গত ৮ এপ্রিল বাড়ির পাশের জমিতে বৃক্ষ রোপনের জন্য গর্ত করার সময় সাবোলের সাথে একটি বস্তুর আঘাত লাগে। পরে গর্ত থেকে একটি কালো রংয়ের পাথর তোলা হয়। খবর পেয়ে ওই পাথরটি আশে পাশের লোকজন দেখতে আসলে কষ্টিপাথর বলে জানান। পরে আমি সরকারি কোষাগারে কষ্টিপাথরটি হস্তান্তরেরর জন্য উদ্যোগ গ্রহণ করি। অবশেষে জেলা প্রশাসকের মাধ্যমে ট্রেজারিতে জমা দেয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামান জানান, কষ্টিপাথর একটু মূল্যবান জিনিস। ওই ছাত্রলীগ নেতা সরকারি ট্রেজারিতে কষ্টিপাথরটি জমা দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এই কষ্টি পাথরটি পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৮/হিমেল