মাগুরা জামরুলতলা এলাকা থেকে দুই মাদক বিক্রেতাকে ২২ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেই দুই মাদক বিক্রেতা হলেন হৃদয় বিশ্বাস ও অঞ্জন ঘোষ।
মঙ্গলবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়। হৃদয় বিশ্বাস তাতীপাড়ার মৃত সোহরাব হোসেনের ছেলে ও অঞ্জন ঘোষ জামরুলতা এলাকার ঝন্টু ঘোষের ছেলে।
ডিবির উপ-পরির্দশক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিতিত্তে রাতে জামরুতলা এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক হৃদয় বিশ্বাস অরফে রাসেলের বিরুদ্ধে ৯টি মামলা এবং অঞ্জন ঘোসের বিরুদ্ধে দু’টি মামলা বিচারাধীন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর