পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, নদী এলাকায় ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঝড়ো বাতাস কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
তিনি আরও জানান, ঝড়ো বাতাসে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় কয়েক’শ যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসী