১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রের মালিকানাধীন আট পাটকলে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। এগুলো হল খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম জুবিলী, খালিশপুর জুট মিল, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার ইস্টার্ন ও আলিম, নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং ও জেজেআই জুট মিল।
মজুরি কমিশন বাস্তবায়ন, সাপ্তাহিক বকেয়া মজুরি, বদলি শ্রমিক স্থায়ীকরণসহ ১১ দফা দাবিতে বুধবার ভোর ৬টা ধর্মঘট শুরু করেন শ্রমিকরা।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে। শ্রমিক নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৮/ফারজানা