সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত বিয়াম মডেল স্কুলের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বিদ্যালয়টির উদ্বোধন করেন।
পরে উপজেলা ক্যাম্পাসে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনুল হক, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল আহসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীদের পাঠদানের মাধ্যমে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ এবং ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক গড়ে তুলতে অন্যতম ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৮/এনায়েত করিম