কোটা সংস্কারের নামে সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, জামায়াত-শিবির, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী ও তাদের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করাসহ ছয় দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে শহরের কালীবাড়ি সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করারও দাবি জানান তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন। পরে কালেক্টরেট প্রাঙ্গনে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসাদ উল্লাহর নেতৃত্বে বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এতে অংশ নেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন