কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনে ১ লাখ পিস ইয়াবাসহ মো. সাদ্দাম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার মৃত মো. শফির ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নির্দেশনায় সেন্টমার্টিন ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ওসমান গনি সঙ্গীয় ফোর্সসহ সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ায় সাব্বির আহমদের ছেলে বেলাল (৩২) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ সাদ্দামকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে উদ্ধার কৃত ইয়াবার সাথে জড়িত ঘরের মালিক সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া এলাকার বেলাল, খলিলুর রহমানের ছেলে তালেব (৩৮) ও মৃত সুলতান আহাম্মদের ছেলে জুবায়ের পালিয়ে যায়।
ওসি আরো জানান, আটককৃত ও পলাতক তিন আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করা হয়েছে। এবং আটক আসামীকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৮/মাহবুব