ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিতা শিশুকে ঝিনাইদহ সদর হাসাপালে তাকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে ওই শিশুর মা রিনি বেগম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-৬, তাং- ১৭-০৪-১৮ইং।
বুধবার পুলিশ ধর্ষক শাওন খাঁকে কোটচাঁদপুর বাজার থেকে আটক করে আদালতে সোর্পদ করেছে।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার জানান, সোমবার দুপুরে কোটচাঁদপুর সলেমানপুর বাজার পাড়ার বাবু খাঁর ৫ বছর বয়সী শিশু কন্যা এবং বাজে বামুনদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রীকে একই পাড়ার ইছা খাঁর ছেলে শাওন একটি নির্মাণাধীন বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন