চাকরি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
আজ বুধবার দুপুরে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য রাবিয়া আক্তার খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মোকাররম হোসেন শোকরানা, শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া, মো. ছফির উদ্দিন প্রমুখ।
বক্তারা ২০ জুলাইয়ের মধ্যে চাকরি জাতীয়করণের দাবি মানা না হলে ২২ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট পালনের আহ্বান জানান।
সমাবেশ পরিচালনা করেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ.কে. ফজলুল হক। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন