সিরাজগঞ্জের উল্লাপাড়া দত্তপাড়া গ্রামের চাঞ্চল্যকর শিশু কন্যা ধর্ষণ চেষ্টা মামলার আসামি আনোয়ার হোসেনকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আনোয়ার হোসেন দত্তপাড়া গ্রামের মৃত পেশকার আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-১২ ক্যাম্প কমান্ডার সাকিবুল ইসলাম খান জানান, ২০ মে আটক আনোয়ার দত্তপাড়া গ্রামের ৮ বছরের শিশু কন্যাকে বাড়ির পাশে পাট ক্ষেতে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ২৬ মে উল্লাপড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
বিডি প্রতিদিন/২৯ মে ২০১৮/এনায়েত করিম