বাগেরহাটের মোরেলগঞ্জে ফাতেমা আক্তার(১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১২টার দিকে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের কৃষক দুলাল হাওলাদারের মেয়ের মরদেহ নীজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ফাতেমা আক্তার পশ্চিম বরিশাল লতিফিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী ছিলেন।
এ সম্পর্কে ফাতেমার পিতা দুলাল হাওলাদার বলেন, বেলা ১০টার দিকে ফাতেমা সবার চোখ ফাঁকি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার সাথে ‘আছড়া’ আছে। ওই ‘আছড়া’ ভর করায় সে আত্মহত্যা করেছে বলেও দাবি করেন পিতা দুলাল।
থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার