ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতা অপব্যবহার অভিযোগ এনে এ কর্মকতার শাস্তি ও দ্রুত অবসারণ দাবিতে মানববন্ধক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাঠালিয়া উপজেলা শাখা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় কাঠালিয়া কেন্দ্রীয় শহীদ মিনার সমনের সড়কে (প্রেসক্লাব চত্বরে) প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. জাহিদ হোসেন মল্লিক, উপজেলা শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সাধারণ সম্পাদক মো.তারিকুজ্জামান, শিক্ষক নেতা মো. বাবুল হোসেন, আঃ বরেক হাওলাদার, বলরাম কাঞ্চিলাল, মো. গোলাম সরোয়ারার প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণ শিক্ষা সচিব বরারর প্রদান করেন। এ মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার