প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কণ্ঠে কণ্ঠে মিলাই মাদক মুক্ত সমাজ চাই’ এই প্রতিপাদ্য নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড়ে আওয়ামী সেচ্ছাসেবক লীগ র্যালি, মানববন্ধন ও মাদক বিরোধী সচেতনতা মূলক লিফলেট বিতণি করেছে।
মঙ্গবলবার দুপুরে এসব কর্মসূচী পালিত হয়। স্বেচ্ছাসেবকলীগের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে ঘণ্টাব্যাপি মানববন্ধনে অংশ নেয় স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় পথচারী, বিভিন্ন পরিবহনের যাত্রীদের হাতে মাদকবিরোধী লিফলেট তুলে দেয়া হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য শৈশব রাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মখলেছার রহমান রেজা, সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ সাইফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নুরনেহার নূরী, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন