বাগেরহাটের শরণখোলায় খাবারের সঙ্গে চেতনা নাশক অষুধ খাইয়ে এক পরিবারের নগদ আড়াই লাখ টাকা ও প্রায় ৫লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামে সাবেক ইউপি সদস্য মো. মতিয়ার রহমান হাওলাদারের বাড়িতে এঘটনা ঘটে।
গুরুতর অসুস্থ মো. মিতায়ার রহমান হাওলাদার (৫৫), স্ত্রী কোহিনূর বেগম (৪৫) ও মেয়ের জামাই বাহাদুর আকনকে (৩৫) শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
গৃহকর্তার মেয়ে মাহমুদা আক্তার জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা টিনের চালা কেটে ঘরে ঢুকে খাবারের সঙ্গে চেতনা নাশক অষুধ মিশিয়ে রাখে। রাত আড়াইটার দিকে তার বাবা, মা ও ভগ্নিপতি জন সেহরী খেয়ে ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা টাকা ও সোনাদান নিয়ে যায়। মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় দেখে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
মাহমুদা আরো জানান, তার ভগ্নিপতি বাহাদুর ধান কেনাবেচার ব্যবসা করেন। সোমবার তিনি ৫০০ মন বিক্রি করে আড়াই লাখ টাকা নিয়ে তাদের বাড়িতে আসেন। দুর্বৃত্তরা হয়তো তা জানতে পেরে তার পিঁছু নিয়ে তাদের বাড়িতে হানা দিয়েছে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার জানান, চেতনানাশক ওষুধ মেশানো খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে। তাদের স্বাভাবিক হতে সময় লাগবে।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজুর রহমান শেখ জানান, হাসপাতালে ভর্তি অসুস্থদের ব্যাপারে খোঁজখবর নিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার