অসহায়-দুঃস্থ নারীদের অধিক মুনাফা, বিদেশ নেওয়াসহ নানা প্রলোভন দেখিয়ে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দেয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পালানোর খবর ছড়িয়ে পড়লে প্রতারিত নারী ও তাদের স্বজনরা প্রতারক দম্পত্তির বাড়ির সামনে বিক্ষোভ করেন।
রাসেল হাওলাদার ও হাচিনা বেগম নামক সেই দম্পত্তির বিরুদ্ধে গৌরনদী থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত তাছলিমা বেগমের স্বামী খলিল হাওলাদার। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, উপজেলার খাঞ্জাপুর গ্রামের রাসেল হাওলাদার ও তার স্ত্রী হাচিনা বেগম নিজ বাড়িতে গরুর খামার, মাছের ঘের ও পানের বরজ করেন। এছাড়া নিজ বাড়িতে অত্যাধুনিক দ্বিতল ভবন নির্মাণ করেন। ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি জমি ক্রয়, ঋণের টাকা দ্বিগুণ দেয়া ও বিদেশে নেওয়ার কথা বলে একই গ্রামের অর্ধশতাধিক অসহায়-দুঃস্থ নারীদের কাছ থেকে গত দুই মাসে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়।
খাঞ্জাপুর ইউপি সদস্য হেলেনা বেগম জানান, অধিক মুনাফার আশায় গ্রামের অসহায়-দরিদ্র নারীরা বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে জমা রেখেছিলেন রাসেল ও তার স্ত্রী হাচিনা বেগমের কাছে। কিন্তু হঠাৎ ওই দম্পত্তি আত্মগোপন করায় গ্রামের অসহায়-দরিদ্র নারীদের পথে বসার উপক্রম হয়েছে বলে জানান তিনি।
গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম এক প্রতারক দম্পত্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগ তদন্ত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/২৯ মে, ২০১৮/ফারজানা