চিরিরবন্দরে দ্রুতগামী ট্রাকের চাকায় ঘটনাস্থলেই মায়ারানী রায় (৩০) নামে ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের এক কর্মী নিহত হয়েছেন। নিহত মায়ারানী পার্বতীপুর উপজেলার দেউলগ্রামের বানিয়াপাড়ার স্বপন চন্দ্র রায়ের স্ত্রী এবং দু'সন্তানের জননী।
দুর্ঘটনাটি গত সোমবার সন্ধার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের সৈয়দপুর-দশমাইল মহাসড়কের ইসবের মোড় নামকস্থানে ঘটেছে।
এলাকাবাসী জানায়, ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের কর্মী মায়ারানী কাজ শেষে ওই গার্মেন্ট থেকে বের হয়ে বাইসাইকেল যোগে নিজ বাড়ির দিকে রওয়ানা দেয়। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই মায়ারানী মারা যান।
দশমাইল হাইওয়ে পুলিশ কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার