নীলফামারীর সৈয়দপুরে বিশেষ অভিযান চালিয়ে তিনজন মাদক সেবীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর উপজেলার উত্তরা আবাসন প্রকল্পে অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। এদিকে, ডিমলা উপজেলা থেকে মা-ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হল- ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী গ্রাম থেকে মহুবর রহমানের স্ত্রী মাদক ব্যবসায়ী সামিনা বেগম(৫০) ও তার দুই ছেলে সাদেকুল ইসলাম(২২) ও বাচ্চা বাউকে(১৮) আটক করে। তাদের কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট, ২শ' গ্রাম গাজাঁ পাওয়া যায়।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখ জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার