জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বৈত ভর্তির ক্ষেত্রে প্রথম ভর্তি বাতিলের বিলম্ব ফি বাতিলসহ ৬ দফা দাবিতে হবিগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ দুপুর ১২ টায় বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালক করে তারা।
পরে শিক্ষার্থীরা অধ্যক্ষ'র মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থী সুভ্রত পাল শুভ এর সঞ্চলনায় প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন বৃন্দাবন কলেজের শিক্ষার্থী ব্রজেন বৈষ্ণব, সীমা আক্তার, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী আশোতোষ দাস আশীষ, প্রণিতা সোম, শচীন্দ্র ডিগ্রী কলেজের শিক্ষার্থী বিষ্ণু পদ চৌধুরী আলিফ সোবহান ডিগ্রী কলেজের শিক্ষার্থী সাজনা আক্তার, শাহজালাল কলেজের শিক্ষার্থী দীপঙ্কর রায় চৌধুরী। প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাবেক কেন্দ্রীয় সদস্য শফিকুল ইসলাম, চুনারুঘাট সরকারি কলেজের ছাত্রনেতা ছায়েম ছাত্র ফ্রন্ট বৃন্দাবন কলেজ শাখার আহবায়ক বাপ্পন পাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন ভর্তি বাতিল ফি ৭০০ টাকার স্থলে বিলম্ব জরিমানা ফি ৭,৫০০ টাকা সম্পূর্ণ অযৌক্তিক। বিশ্ববিদ্যালয় পরিপত্রে বলা হয়েছে জরিমানা ফি প্রদান না করলে রেজিষ্ট্রশন কার্ড প্রদান করা হবে না। এরকম স্বৈরাচারী সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। জাতীয় বিশ্ববিদ্যালয় যদি তাদের স্বৈরাচারী সিদ্ধান্ত বাতিল না করে তাহলে হাজার হাজার শিক্ষার্থী বিলম্ব জরিমান ফি প্রদান না করার কারণে শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়বে। তাই জরিমান ফি বাতিল করে অবিলম্বে রেজিষ্ট্রেশন কার্ড প্রদান করার আহবান জানান।
রেজিষ্ট্রেশন কার্ড প্রদানের পূর্বে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম বন্ধ রাখতে হবে। অন্যথায় সারাদেশ ব্যাপী শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলে বাতিল করতে বাধ্য করবে।
বিডি প্রতিদিন/২৯ মে ২০১৮/হিমেল