লালমনিরহাটের কালীগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের ৯ সদস্য গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে।
এরা হলেন, সেকেন্দার স্ত্রী আরজিনা বেগম (৩৪), মেয়ে শিউলী(১৭), ছেলে আরিফ(১২) মা কাছালি (৮০), শুশ্বর আব্দুর গফুর(৭০), আব্দুর গফুরের স্ত্রী রেজিয়া খাতুন (৫৫), আব্দুর রহমানের স্ত্রী সামছুরনাহার (৪০) ছেলে ফাহিনুর (১০), ওই ছেলে ফারুক (১৩)।
জানা যায়, শনিবার সন্ধ্যায় ধর্ম ছেলের দেয়া ইফতার খাবার খাওয়ার পর ওই বাড়ির ৯ সদস্য সবাই অজ্ঞান হয়ে পড়ে। ওই বাড়ির অপর এক সদস্য বাড়ি ফিরে তাদেরকে বিভিন্ন স্থানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কাকিনা ইউপি সদস্য আতাউরজ্জামান (রঞ্জু) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার