নোয়াখালীতে সরকারি জায়গা উদ্ধার করে ভূমি অধিগ্রহণ করে ৪-লেইন আর চান্দিনা ভিটি ভূমি মালিকদের উচ্ছেদ পরিকল্পনা করার প্রতিবাদে নোয়াখালীতে ব্যবসায়িরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ রবিবার দুুপুরে ব্যবসায়িরা এ কর্মসূচী পালন করে। ব্যবসায়িরা অভিযোগ করে বলেন, নোয়াখালী পৌর গেইট থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শের অধিবাসীদের অভিযোগ, রাস্তার পূর্বপাশের সরকারি জায়গা উদ্ধার করে ভূমি অধিগ্রহণ করে ৪-লেইন করার আহ্বান জানান। পরে তারা নোয়াখালী জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান করেন। এ সময় ব্যবসায়ী সামছুল ইসলাম মন্জু, গৌতম ভট্ট, মো: আনোয়ার হোসেনসহ সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন