বগুড়ার শেরপুরে বাস্তবায়নাধিন বাঁকা চারলেন মহাসড়ক সোজা করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তারা এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। মানববন্ধনে এলাকার বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশ নেন।
জানা গেছে, ঢাকা– বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শেরপুর পালস প্রাইভেট জেনারেল হাসপাতাল থেকে এক কিলোমিটার দক্ষিণে হাওয়া খানা পর্যন্ত বাঁকা রাস্তা সোজার করার দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। কারণ এই রাস্তা বাঁকা হওয়ার কারণে নিয়মিত সড়ক দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছেন। কিন্তু সড়ক বিভাগ কোন পদক্ষেপ নেয়নি। সম্প্রতি এলেঙ্গা–হাটিকুমরুল–রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরন প্রক্ল্প বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। এ প্রেক্ষিতে এলাকাবাসী আবারো মহাসড়কের পালস জেনারেল হাসপাতাল থেকে হাওয়াখানা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা সোজা করার দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন।
এরই অংশ হিসেবে আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরুয়া বটতলা এলাকার শতশত মানুষ মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন। তারা বলেন, সড়ক দুর্ঘটনারোধে বাঁকা রাস্তা সোজা করা অত্যন্ত জরুরি। যদি চারলেন রাস্তাটি আগের মতো বাঁকা করা হয়, তাহলে সড়ক দুর্ঘটনা আরো বেড়ে যাবে।
এ ব্যাপারে তারা প্রধান মন্ত্রী সহ সড়ক বিভাগের সুদৃষ্টি কামনা করেন। এসময় এলাকাবাসী সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, ব্যবসায়ী মাহবুবর রহমান, বদি উজ্জামান, আব্দুল্লাহ আল ফারুক, আব্দুুস সামাদ, যুবলীগ নেতা মোত্তালিব ভ’ইয়া সহ শত শত মানুষ উপস্থিত ছিলেন।
তাদের দাবীর প্রতি সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন ও বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ, রাহাত রিটু, মীর্জা শাহ রেজা , জহুরুল ইসলাম প্রমুখ ।
নিরাপদ সড়ক চাই এর নেতৃবৃন্দ বলেন, গত কয়েক বছর আগে বগুড়া সেফওয়ে মোটেলের মালিকসহ পরিবারে নিহত হয়েছেন। এ ছাড়া প্রতিদিনই হতাহতের ঘটনা ঘটছে। তাই বাকা রাস্তাটি সোজা করা জরুরি হয়ে পড়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার