নরসিংদী জেলা যুবদলের নব গঠিত কমিটি প্রত্যাখান করে ঝাড়ু মিছিল করেছে যুবদলের একাংশ। রবিবার বিকেলের শহরের চিনিশপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ের এলাকায় এ মিছিল করেন। এসময় কেন্দ্রীয় নেতাদের উদ্যেশ করে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা গ্যাস অফিস এলাকা থেকে মিছিলটি বের করে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় ঘুরে পুনরায় গ্যাস অফিসের সামনে এসে শেষ হয়।
গত শুক্রবার মহসিন হোসাইন বিদুৎকে সভাপতি ও হাসানুজ্জামান সরকারকে সাধারণ সম্পাদক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহেন শাহ শানুকে সহ-সভপতি ও মোকারম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে জেলা যুবদলের কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর স্বাক্ষরিত পেইডে এ কমিটি ঘোষণা করা হয়।
এদিকে নবগঠিত কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগে এই কমিটি বাতিলের দাবি জানানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৮/মাহবুব