পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা দারুসুন্নাত সালেহীয়া দ্বীনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও মসজিদের ঈমাম মাওলানা রফিকুল ইসলামকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থী ও আভিভাবকরা। আজ রবিবার বেলা এগারটায় কলাপাড়া-কুয়কাটা মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় লাঞ্চনাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে মাদরাসার পরিচালক আফজাল হাওলাদার বলেন, মাদরাসা পরিচালনা নিয়ে প্রধান শিক্ষকের সাথে তার মতবিরোধ রয়েছে। তবে মারধর করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
বিডি প্রতিদিন/এ মজুমদার