বগুড়ার সান্তাহার রেল জংশন স্টেশনের ভুল সিগনালের কারণে তিনটি বগিসহ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সান্তাহার রেল স্টেশনের রেলওয়ে লেভেল ক্রসিংয়ের ডুয়েল গেজ লাইনে এ ঘটনা ঘটেছে। ফলে ফলে ওই লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারি ট্রেন সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়।
জানা গেছে, ঢাকা থেকে দিনাজপুরগামী এমজি/বিসি ব্লক ট্রেন শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সান্তাহার স্টেশন ত্যাগ করার পর ওই স্থানে বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হয়। রেললাইন থেকে ছিঁটকে পড়ে ইঞ্জিনসহ ৩টি বগি। এ ঘটনায় রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে আহবায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সান্তাহার রেল জংশনে কর্মরত জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, সিগনাল কেবিন মাস্টার অফিস থেকে সঠিকভাবে পয়েন্ট তৈরি করতে না পারায় মিটার গেজের পরিবর্তে ব্রডগেজ পয়েন্ট করায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের প্রায় পৌনে ২ ঘন্টা বিলম্ব হয়। এছাড়া অন্য সব ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
ট্রেন লাইনচ্যুতির ঘটনার জন্য প্রকৃতদায়ী কে তা চিহিৃত না হবার কারণে কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি। তবে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ের পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) অসিম কুমার তালুকদার সাংবাদিকদেরকে জানান, লোকবল সংকটের কারণে অবসরে যাওয়া ’বুড়ো’ লোকবল দিয়ে কাজ চালাতে গিয়ে এ ঘটনা ঘটেছে। ফলে দায়ী হলেও আইনগত জটিলতার কারণে এ মূর্হূতে আপাতত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার