ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুতের খুঁটি লুটের চেষ্টা ও অফিস ভাঙচুরের অভিযোগে আজ দুপুরে ২ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ফুলপুর উপকেন্দ্র থেকে শনিবার রাত ১১টার দিকে তাজুল ইসলামের নেতৃত্বে একদল লোক লরি ট্রাক দিয়ে ৬টি এসটিডি বিদ্যুতের খুঁটি উঠিয়ে নিয়ে যেতে থাকে।
এ সময় অফিসের নিরাপত্তা প্রহরী ফরহাদ জোয়ারদার টের পেয়ে তার ছেলেসহ কয়েকজন গিয়ে বাধা দেয়। বাধা উপেক্ষা করে খুঁটি নিয়ে যেতে চাইলে অবশেষে ট্রাক লরির সামনে রাস্তায় শুয়ে পড়ে প্রহরী ফরহাদ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিটি আটক করে বিদ্যুৎ অফিসের জিম্মায় রেখে দেয়।
জানা যায়, তাজুল ইসলাম ফুলপুর-তারাকান্দা আসনের এমপি শরীফ আহমেদের চাচাত ভাই। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে লরির মালিক পল্লী বিদ্যুতের ঠিকাদার রনি ও তাজুল ইসলামসহ কয়েকজন আটককৃত ট্রাক লরিটি জোরপূর্বক নিয়ে যেতে চায়। এতে বাধা দেয়ায় ক্ষীপ্ত হয়ে বিদ্যুৎ সাব-স্টেশনের কন্ট্রোল রুমে ভাঙচুর ও নিরাপত্তা প্রহরী ফরহাদ জোয়ারদারের উপর হামলা চালায়। এ ঘটনায় তাজুল ইসলাম ও পল্লী বিদ্যুতের ঠিকাদার রনিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা থানাতেই ছিলেন।
অফিসের নিরাপত্তা প্রহরী ফরহাদ জোয়ারদার জানান, তাজুলের নেতৃত্বে ৪০-৪২ জন লোক এসে ৬টি খুঁটি ট্রাক লরিতে উঠিয়ে নিয়ে যেতে চাইছিল। ট্রাক লরি নিতে আসলে বাধা দেয়ায় তাকে লাঞ্চিত ও অফিস ভাঙচুর করে তারা।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ফুলপুর উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী শেখ শাহ্ আলমের নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ একেএম মাহবুব আলম ২ জনকে আটকের কথা স্বীকার করে বলেন, বিদ্যুৎ বিভাগ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার