বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
রবিবার ওই গ্রামের তারাজুল ফকিরের স্ত্রী নাদিয়া বেগমের শাশুড়ির সঙ্গে তার দু'বছরের শিশু সন্তান তানজিলা আকতার বেড়াতে যেতে চায়। কিন্তু বেড়াতে না নিয়ে যাওয়ায় তানজিলা কান্না শুরু করে দেয়। এক পর্যায়ে পাষণ্ড মা মেয়ে তানজিলাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে নিজেও শয়ন ঘরের তীরের সাথে গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
চন্দনবাইশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদৎ হোসেন দুলাল জানান নাদিয়া বেগম মানসিক রোগী ছিল।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা সারিয়াকান্দি থানার সাব ইন্সপেক্টর হারুনুর রশিদ জানান, সুরুতহাল রিপোর্ট না করা পর্যন্ত তেমন কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে সাংসারিক অভাব-অনটনের কারণেও এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৮/মাহবুব