দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে অনুমোদনহীন একটি বিস্কুট ও ব্রেড ফ্যাক্টরি আবিস্কার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়। অবৈধ ওই খাবার প্রস্তুতকারি প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার ও চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এমএস ফুড প্রোডাক্টস নামের ওই প্রতিষ্ঠানের মালিক তার প্রতিষ্ঠানের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ দামুড়হুদার ডুগডুগি বাজারে অভিযান চালিয়ে তিনটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে বাজারের দাদাভাই স্টোরকে তিন হাজার, এসএসস্টোরকে চার হাজার ও ঘোষ স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার