নোয়াখালী পৌরসভার মাইজদী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন খাবার হোটেল, মুদি দোকান ও যানবাহনে জরিমানা করা হয়েছে। আজ রবিবার বিকাল ৩টায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সরদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় আর মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে নিরাপদ খাদ্য আইনে ৩ হাজার টাকা, দন্ডবিধি-২৯০ এ ১ হাজার ২শ' টাকা, মোটরযান দন্ডবিধি-১৩৮ এ ৫শ' টাকা, পণ্য পাটজাত আইন ২০১০ এ ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সুধারাম থানার এসআই ফখরুল ইসলাম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম সরদার বলেন, বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম এবং জেলা শহরের প্রধান সড়কে যানজট প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার