নওগাঁয় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
রবিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- নওগাঁ সদর উপজেলার কোমাইগারী এলাকার আবু হাসান চঞ্চলের স্ত্রী তাসলিমা সাবনাম (২৭) এবং বদলগাছী উপজেলার কোলার পালশা মধ্যপাড়া গ্রামের
মৃত ছায়ের আলীর ছেলে মোবারাক হোসেন (৪২)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন জানান, তারা দু’জনেই পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা। রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ শহরের সিরামিস্ক পট্টিতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তাসলিমাকে আটক করা হয়। এবং কোলার পালশা স্কুল মাঠ থেকে ১০০ পিস ইয়াবাসহ মোবারক হোসেনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ ই-জাহান