মানিকগঞ্জে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রবিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত পৃথক অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকদের কাছ থেকে ১২০ গ্রাম গাঁজা ও ৩৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/ ৪ জুন ২০১৮/ ওয়াসিফ