নীলফামারীর সৈয়দপুরে রবিবার রাতে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন- লুৎফর রহমান রাজু (৪৫) ওরফে ভূয়া ওসি এবং মোহাম্মদ নবাব (৩৫)।
এ ব্যাপারে থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সৈয়দপুর থানার একদল পুলিশ উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ভাটির মোড় থেকে লুৎফর রহমানকে গ্রেফতার করে। তিনি লক্ষ্মণপুর পাঠানপাড়ার মৃত খায়রুদ্দিনের ছেলে। অন্যদিকে শহরের বাটু সরকারের মোড় থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ নবাবকে। তিনি পার্শ্ববর্তী সরকারপাড়ার মনু মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
সোমবার তাদের জেলা কারাগারে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ৪ জুন ২০১৮/ ওয়াসিফ