নীলফামারীর জলঢাকায় আবু তালেব (৫২) নামে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার কাঠাঁলি ইউনিয়নের উত্তর দেশিবাই গাড়িরঘাটি ব্রিজ এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
তালেব জলঢাকা শহরের বগুলাগাড়ি এলাকার সরেতুল্লাহ মামুদের ছেলে।
পুলিশ জানায়, রবিবার বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বেরিয়ে আসলেও আর বাড়ি ফেরেনি সে। সোমবার সকালে স্থানীয়রা ভুট্টা ক্ষেতে মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়া হলে তার পরিচয় নিশ্চিত হওয়া হয়।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে নীলফামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, লাশের সুরতহাল দেখে মনে হয়েছে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ওই এলাকায় এর আগেও ছিনতাইয়ের ঘটনা ঘটে। হত্যার ক্লু উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করেছে বলেও তিনি জানান।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মৃতদেহ তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেও বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/০৪ জুন, ২০১৮/মাহবুব