কুষ্টিয়ায় ছাত্রলীগকর্মী ও কলেজছাত্র ফারুক খান পিয়াসকে (২২) হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি টুটুল হোসেন (২৫) এবং যাবজ্জীবনপ্রাপ্ত আশরাফুল ইসলাম ওরফে কুজো (৩০) ও মোশাররফ হোসেন (৩০) আদালতে উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১০ জুলাই বিকেলে শহরের হরিশংকরপুরের মকছেদ শাহ সড়কে নিজ বাড়ির পাশে একটি স’মিলের সামনে পিয়াসকে গুলি করে হত্যা করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন