ফরিদপুর র্যাব-৮, সিপিসি-২ এর একটি দল অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার সাতৈর থেকে পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের কাছ থেকে ৭৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটকৃতদের আজ ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো- সাতৈর গ্রামের হালিম শেখের ছেলে ইমরান হোসেন (১৯) ও আবুল শেখের ছেলে মো. সোহেল শেখ (২৪)।
র্যাব-৮ এর প্রেস নোট থেকে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, রবিবার রাতে বোয়ালমারী থানার এসআই দিপংকর শ্যানাল ও এএসআই আ. আলীম গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে পৌরসদরের রেল স্টেশনের সামনে থেকে মাদক সম্রাট ছোলনা গ্রামের নাজমুল সিকদারকে (৩৩) আটক করে। এ সময় তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় পৃথক দু'টি মামলা হয়েছে। আটকৃতদের আজ সোমবার ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার