ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৬জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশংকাজনক।
উপজেলার নাকানন্দী ব্রিজ সংলগ্ন ঢাকা হালুয়াঘাট মহাসড়কে সিএনজি চালিত অটো রিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজ সোমবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফুলপুর মহিলা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আসাদুজ্জামান (৫০) তার ছেলেমেয়েদের নিয়ে ফুলপুর বাসস্ট্যান্ড মার্কেট থেকে ঈদের বাজার শেষে নিজ গ্রাম হালুয়াঘাটের ধুরাইলে ফিরছিলেন। একই সময়ে মোটরসাইকেলযোগে ফুলপুর উপজেলার পাগলা গ্রামের কাঠ ব্যবসায়ী রূপসী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুখলেসুর রহমান হালুয়াঘাটের ধারা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পরে নাকানন্দী ব্রিজ সংলগ্ন স্থান অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষে উভয় বাহনের চালক, মাওলানা আসাদুজ্জামান ও তার তিন ছেলেমেয়েসহ মোট ৬জন মারাত্মক আহত হন। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক কাঠ ব্যবসায়ী মুখলেসের অবস্থা আশংকাজনক। তার দুটি দাঁত ভেঙে মুখ থেতলে গেছে। মাথায়ও মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদেরও ফুলপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত অন্যান্য সদস্যরা হলেন, ধুরাইল গ্রামের মাওলানা আসাদুজ্জামানের বড় ছেলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্র মোস্তাফিজুর রহমান ((১৭), মেয়ে করুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী তামান্না (১৪), ছোট ছেলে ধুরাইল কেজি প্লে’র ছাত্র মাহবুবুর রহমান আলিফ (৫) ও সিএনজি চালক হালুয়াঘাট উপজেলার কয়রাহাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আশিক (১৪)।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন