ফরিদপুরের সদর উপজেলার বাইপাস সড়কের পাশ থেকে আজাদ খাঁ (৪৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার বাড়ি ফরিদপুর পৌরসভার দক্ষিণ টেপাখোলা এলাকায়।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম নাসিম জানান, আজাদ খাঁ পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন