সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে অটোরিক্সার ভাড়া কম দেওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক পোস্টমাস্টার নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
শনিবার সকাল ১০টার দিকে ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারের উত্তরে শিবপুর ও রাজনপুর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত মাওলানা বশির উদ্দিন(৫০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে নেওয়ার পর বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তিনি শিবপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. ফখর উদ্দিনের ছোটভাই ও দোহালিয়া বাজার পোস্ট অফিসের পোস্টমাস্টার। আহতদের মধ্যে ১০ জনকে ওসমানী মেডিকেল কালেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে স্থানীয় দোহালিয়া বাজার থেকে শিবপুর গ্রামের জনৈক ব্যক্তি একটি ছাগল নিয়ে রাজনপুর গ্রামের আলীরাজের অটোরিক্সা করে বঙ্গবন্ধু বাজারে যান। গন্তব্যস্থলে যাওয়ার চালক ও যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে তর্কাতর্কি হয়। এর এক পর্যায়ে চালক আলীরাজকে লাঞ্ছিত করেন শিবপুর গ্রামের লোকজন। এ খবর রাজনপুর গ্রামে পৌঁছালে গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে শনিবার সকাল ১০টার দিকে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে বঙ্গবন্ধু বাজার সংলগ্ন উত্তরের মাঠে সংঘর্ষে জড়ান। প্রায় ঘণ্টব্যাপি চলা সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাস জানান, সংঘর্ষের পর উভয় গ্রামের ১৫ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান