মিয়ানমারের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)র অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত এবং বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সীমান্তে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকাল সাড়ে ১১টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জীম্বংচং ক্যাম্পে মিয়ানমারের অভ্যন্তরে অধিনায়ক পর্যায়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের নেতৃত্ব দেন টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী ও মিয়ানমারের পক্ষে ২ নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক লে.কর্নেল নে মিয়ু থু।
এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে মিয়ানমারের উদ্দেশ্যে নাফনদী হয়ে স্পিডবোট যোগে ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল টেকনাফ ত্যাগ করেন। সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনা এবং বর্তমান সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে উভয় দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতা বৃদ্ধির জন্য উভয় দেশের অধিনায়কগণ মতামত ব্যক্ত করেন। সবশেষে পারস্পরিক বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাত শেষ হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান